বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
চেক ডিজঅনার মামলা

কারাগারে উপজেলা চেয়ারম্যান

নওগাঁ প্রতিনিধি

চেক ডিজঅনার মামলায় নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুল আলম খানকে গতকাল দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী থানার ওসি আতিয়ার রহমান।

বাদী ও বিবাদী পরিবার সূত্রে জানা যায়, ২০১৩ সালে সামসুল আলম আধাইপুর ইউপি চেয়ারম্যান থাকাকালে হতদরিদ্র, দরিদ্র, মধ্যবিত্ত মানুষের মধ্যে সহায়ক চাঁদার বিনিময়ে নলকূপ ও স্যানিটেশন প্রকল্পটি তার এনজিওর মাধ্যমে বাস্তবায়নের লক্ষ্যে জেলার ৯৯ জন ইউপি চেয়ারম্যানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নিজ নামীয় চেক হস্তান্তর করেন। পরবর্তীতে সামসুল আলমের এনজিও-মানব কল্যাণ সংস্থার বিরুদ্ধে প্রকল্পের নামে অবৈধভাবে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ এনে মামলা করেন নওগাঁ-৩ আসনের সাবেক এমপি ড. আকরাম হোসেন চৌধুরীর স্ত্রী মায়া চৌধুরী। মামলার পরিপ্রেক্ষিতে প্রকল্পটি বাতিল হলে ৮ লাখ পাওনা দাবি করে বলিহার ইউপির সাবেক চেয়ারম্যান সরদার মুহাম্মদ হাতেম আলী ২০১৬ সালে আদালতে মামলা করেন। সেই মামলায় পরোয়ানা জারি হলে সামসুল আলমকে গ্রেফতার করে পুলিশ। বদলগাছী থানার ওসি আতিয়ার রহমান বলেন, গত ১৬ সেপ্টেম্বর উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুল আলম খানের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানার নোটিস থানায় আসে। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন খবরের ভিত্তিতে সোমবার নওগাঁ শহরের কাঁচা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

সর্বশেষ খবর