বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

নাচে গানে মুখর কারাম উৎসব

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে আনন্দঘন পরিবেশে ওঁরাও সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় কারাম উৎসব উদযাপন করা হয়েছে। এ উৎসব ঘিরে ঢোল-মাদলের বাদ্য, গান, নাচ দেখতে আশপাশের কয়েকটি গ্রামের সব সম্প্রদায়ের মানুষ উপস্থিত হয় এক উঠানে। ঠাকুরগাঁও সদর উপজেলার পাঁচপীরডাঙ্গা পল্লিতে তিন দিনব্যাপী এ উৎসব উদযাপন করা হয়। অনুষ্ঠানে দেখা যায়, বাজানো হচ্ছে ঢাকঢোল আর মাদল। ছন্দের তালে তালে নেচে চলে নানা বয়সী নারীরা। সারা দিন ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা থেকে শুরু হয় উৎসব। গতকাল সন্ধ্যায় নদীতে কারামের ডাল বিসর্জন দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটে। ওঁরাওদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ উৎসব উদ?যাপনের জন্য ওঁরাও নর-নারী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পূজার প্রথম দিন উপোস থাকে। এ সময় কারাম পূজা করে ওঁরাও নারীরা।

সর্বশেষ খবর