বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

৪৫ মহিষ জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার চরাঞ্চল থেকে ৪৫টি মহিষ জব্দ করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে মহিষগুলো ভারতীয় দাবি করা হলেও, স্থানীয় কৃষকরা বলছেন- এগুলো গৃহপালিত। হাট থেকে কিনে এনে তারা লালন-পালন করছেন।

স্থানীয় ইউপি সদস্য শুকুর আলী জানান, বিজিবি ঝটিকা সফরে গিয়ে প্রচণ্ড গরমে নদীর বাতানে পানিতে বিশ্রামে শুয়ে থাকা মহিষ ধরে নিয়ে আসে। তারা কোনো মালিকানা যাচাই করেনি। সীমান্ত এলাকা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে যে মহিষগুলো জব্দ করেছে বিজিবি সেগুলো কৃষকের পালিত এবং তা চোরাই কিংবা ভারতীয় নয়। মালিক আয়নাল জানান, আমার পালিত ছয়টি মহিষ বিজিবি ধরে এনেছে। তিনি এসব মহিষ ১০ আগস্ট যাত্রাপুর হাট থেকে ৫ লাখ টাকা কিনেছেন। জেলা প্রশাসক সাইদুল আরীফ জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে আমি বিজিবির কমান্ডিং অফিসারকে বিষয়টি জানিয়েছি। তারা মালিকানা যাচাইবাছাই করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এদিকে মহিষ জব্দের পর ২২-বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চর বিওপি সীমান্ত দিয়ে ভারতীয় গবাদি পশু চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করছে- এমন খবরে টহল দল ৪৫টি মহিষ জব্দ করে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর