বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

খরাসহিষ্ণু সেচ সাশ্রয়ী বিনাধান-১৯

কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), উপকেন্দ্র, কুমিল্লার আয়োজনে, কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই), মেঘনা উপজেলার সহযোগিতায় আউশ ধানের উৎপাদন বৃদ্ধিতে বপন করা বিনাধান-১৯-এর চাষ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস হয়। উপজেলার রঘুনাথপুর চন্দনপুরে এ আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ডিএই কুমিল্লার উপ-পরিচালক কৃষিবিদ আইউব মাহমুদ। তিনি কৃষকদের উদ্দেশে? বলেন, বিনাধান-১৯ খরা সহিষ্ণু এবং সেচের পানি সাশ্রয়ী। জীবনকাল কম হওয়ায় একই জমিতে বছরে চারটি ফসলের আবাদ করা যায়। এ জাতটি আউশ এবং আমন মৌসুমেও চাষ করা যায়।

আউশ মৌসুমে গড় ফলন হয় হেক্টরে ৩.৮৪ টন  ও সর্বোচ্চ ফলন হেক্টরে ৫ টন। আমন মৌসুমে সর্বোচ্চ ফলন ৫.৫ টন হয়ে থাকে। বিনা উপকেন্দ্র, কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ আশিকুর রহমান এতে সভাপতিত্ব করেন।

সর্বশেষ খবর