বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিএডিসির আট কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

২ কোটি ৬৮ লাখ টাকার বীজ আত্মসাৎ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর কৃষি খামারে উৎপাদিত ২ কোটি ৬৮ লাখ ৩১ হাজার টাকার ধান ও গমবীজ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) আট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। সংস্থাটির যশোর অফিসের উপ-পরিচালক আল-আমিন বাদী হয়ে গতকাল মামলাগুলো করেন। আসামিরা হলেন- দত্তনগর কৃষি খামারের সাবেক ও বর্তমানে মুন্সীগঞ্জ বিএডিসির উপ-পরিচালক ইন্দ্রজিত চন্দ্র শীল, যশোরের সাবেক ও গাজীপুর বিএডিসির বর্তমান উপ-পরিচালক আমিন উল্ল্যা, মহেশপুরের গোকুলনগর কৃষি খামারের সাবেক ও বর্তমান দিনাজপুর বিএডিসির যুগ্ম পরিচালক তপন কুমার সাহা, মহেশপুরের পাথিলা খামারের সাবেক উপ-পরিচালক ও বর্তমান কিশোরগঞ্জ বিএডিসির উপ-পরিচালক আক্তারুজ্জামান তালুকদার, যশোর বিএডিসির সাবেক ও বর্তমান ফরিদপুরের তাম্বুলখানা খামারের সহকারী পরিচালক আলী হোসেন, মহেশপুরের করিঞ্চা খামারের সাবেক ও বর্তমান ফরিদপুরের তাম্বুলখানার গুদামরক্ষক রেজাউল কবির, গোকুলনগরের সাবেক গুদামরক্ষক (অবসরপ্রাপ্ত) লিয়াকত আলী ও মহেশপুরের পাথিলা খামারের ভারপ্রাপ্ত গুদামরক্ষক কামরুল আহসান। এজাহারে প্রথম মামলায় আসামিদের বিরুদ্ধে ৪৭ লাখ ৬২ হাজার ৯৮৪ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলায় ১ কোটি ৫২ লাখ ৭৩ হাজার এবং তৃতীয় মামলায় আত্মসাতের অভিযোগ করা হয়েছে ৬৭ লাখ ৯৫ হাজার টাকা।

সর্বশেষ খবর