বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

দৃষ্টিনন্দন বিদ্যালয় ভবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

দৃষ্টিনন্দন বিদ্যালয় ভবন

চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর-এলজিইডির বিভিন্ন প্রকল্পের আওতায় ১৭৮ কোটি ৫৯ লাখ ১১ হাজার টাকা ব্যয়ে জেলার পাঁচটি উপজেলায় ৩৩৩টি দৃষ্টিনন্দন বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়েছে। নতুন ভবন পাওয়া বিদ্যালয়গুলোতে পাঠদানের সুন্দর পরিবেশ বিরাজ করায় আগের তুলনায় শিক্ষার্থীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্মাণ প্রকল্প প্রথম ও দ্বিতীয় পর্যায় এবং নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ প্রকল্পের আওতায় চাঁপাইনবাগঞ্জ সদর উপজেলায় ৬১ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ে ১০৬টি, শিবগঞ্জ উপজেলায় ৬০ কোটি ৬৬ লাখ ২২ হাজার টাকা ব্যয়ে ১১৬টি বিদ্যালয়, নাচোল উপজেলায় ১৬ কোটি ৭৬ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে ৩২টি, ভোলাহাট উপজেলায় ১৩ কোটি ৬১ লাখ ১২ হাজার টাকা ব্যয়ে ২০টি এবং গোমস্তাপুর উপজেলায় ২৫ কোটি ৩৭ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে ৫৮টি প্রাথমিক বিদ্যালয় সীমানাপ্রাচীরসহ নির্মাণ হয়েছে। ফলে বিদ্যালয়গুলোয় নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে। এলজিইডি চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মোজাহার আলী প্রাং বলেন, ৩৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হয়েছে।

ফলে শিশুরা বিদ্যালয়মুখী হচ্ছে এবং প্রাথমিক শিক্ষার মান বাড়ায় শিক্ষার্থীদের উপস্থিতির হারও বৃদ্ধি পাচ্ছে।

 

সর্বশেষ খবর