বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

নওগাঁয় চালের দাম কেজিতে কমেছে ৭-৮ টাকা

নওগাঁ প্রতিনিধি

ধান-চালের সবচেয়ে বড় মোকাম নওগাঁয় কমেছে চালের দাম। আর দেশের চালের চাহিদার সিংহভাগ মেটানো হয় এ জেলা থেকে। গত দুই সপ্তাহ থেকে নওগাঁর খুচরা বাজারে প্রকারভেদে সুরু ও মোটা প্রতি কেজি চালে ৭ থেকে ৮ টাকা পর্যন্ত কমেছে। আর প্রতি বস্তায় কমেছে ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত।

জানা গেছে, গত দুই সপ্তাহ আগে স্বর্ণা-৫ চালের কেজি ছিল ৫৪-৫৫ টাকা এখন ৪৫-৪৬ টাকা, কাটারি ছিল ৭০-৭৫ টাকা বর্তমানে ৫৮-৬০ টাকা, জিরাশাইল ছিল ৬৫-৭০ টাকা বর্তমানে ৫৫-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ কেজিতে কমেছে ৭-৮ টাকা। ক্ষুদ্র চাল ব্যবসায়ী আনিছুর রহমান বলেন, নওগাঁয় যেসব বড় বড় মিলার ও ব্যবসায়ী সিন্ডিকেট করে হাজার হাজার মণ চাল মজুদ করে রেখেছিলেন সেসব চালে পোকা ধরায় বাজারে বিক্রির জন্য তাদের কাছে আসছেন। এ কারণে বাজারে চালের দাম কম বলছেন তিনি। ক্রেতারা বলছেন, চালের বাজার কমার কারণে সাধারণ ক্রেতাদের কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। বাজার মনিটরিং জোরদার করলে বাজার এ রকম থাকবে। নওগাঁ পৌর ক্ষুদ্র চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উত্তম সরকার বলেন, চালের বাজার সব সময় কম থাকলে খেটে খাওয়া মানুষ স্বস্থিতে থাকবেন।

সর্বশেষ খবর