বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বগুড়ায় পুলিশের ডোপ টেস্ট

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

দেশে মদ্যপ চালকের সংখ্যা কমাতে ডোপ টেস্ট কার্যক্রম শুরু করেছে পুলিশ। গতকাল বগুড়া পুলিশ হাসপাতালের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, বগুড়া বিআরটিএর সহকারী পরিচালক মঈনুল হক, পরিবহন শ্রমিক নেতা আবদুল হামিদ মিটুল, সৈয়দ কবির আহম্মেদ মিঠু প্রমুখ। বগুড়া পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঝুঁকি কমাতে কম খরচে চালকদের ডোপ টেস্ট কার্যক্রম শুরু করেছে পুলিশ। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঝুঁকি কমাতে ডোপ টেস্ট কার্যক্রম চালু করা হয়েছে। এ কার্যক্রমে প্রতিদিন ২ শতাধিত পরিবহন শ্রমিক ও চালকদের ডোপ টেস্ট করা যাবে। এ ছাড়া পুলিশ নিয়োগ প্রার্থী, বাস-ট্রাক চালকদের ডোপ টেস্ট করার অগ্রাধিকার দেওয়া হবে। মাত্র ৯০০ টাকায় ডোপ টেস্ট করা যাবে।

সর্বশেষ খবর