শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

স্লিপারের ১৬০০ ক্লিপ খুলে ফেলেছে দুর্বৃত্তরা

অল্পের জন্য রক্ষা রাজবাড়ী এক্সপ্রেস

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গা-রাজবাড়ী রেলপথের ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নওপাড়া মহল্লায় রেললাইনের স্লিপারের ১ হাজার ৬০০টি ক্লিপ খুলে ফেলেছে দুর্বৃত্তরা। ফরিদপুর  থেকে ভাঙ্গা আসার পথে ঘটনাস্থলের আগেই ট্রেনটি থামিয়ে দেয় রেলওয়ে পুলিশ। ফলে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান যাত্রীরা। প্রায় আড়াই ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে ভাঙ্গার সঙ্গে রাজবাড়ীর রেলযোগাযোগ স্বাভাবিক হয়। বুধবার সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে এ ঘটনা ঘটে। দুই ঘণ্টায় ক্লিপগুলো পুনর্¯’াপন করা হয়। ভাঙ্গা রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, প্রতিদিন রাজবাড়ী থেকে ফরিদপুর হয়ে ভাঙ্গা পর্যন্ত তিনটি ট্রেন যাওয়া-আসা করে। এর মধ্যে সকাল ৮টা ও সন্ধ্যা ৭টার দিকে লোকাল ট্রেন ‘রাজবাড়ী এক্সপ্রেস-৩’ এবং দুপুর ২টার দিকে রাজশাহী থেকে আন্তনগর ট্রেন ‘মধুমতি এক্সপ্রেস’ ভাঙ্গায় পৌঁছায়। রাজবাড়ী  রেলওয়ে পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় দিকে ফরিদপুর থেকে ভাঙ্গার উদ্দেশে যায় রাজবাড়ী এক্সপ্রেস-৩। সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে ট্রেনটি ভাঙ্গা স্টেশন থেকে আনুমানিক ১ কিলোমিটার দূরে নওপাড়া মহল্লায় গিয়ে পৌঁছায়। চালক দেখেন দুর্বৃত্তরা স্লিপারের ক্লিপ খুলে রেখেছে। তাৎক্ষণিক ট্রেন থামানো হয়। ভাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার শাহজাহান বলেন, স্লিপারের ১ হাজার ৬০০ ক্লিপ খুলে ফেলেছে দুর্বৃত্তরা। ফরিদপুর রেলওয়ে স্টেশন মাস্টার তাকদির হোসেন বলেন, বাখুন্ডা ও পুখুরিয়া পার হয়ে ভাঙ্গা পর্যন্ত প্রায়ই ট্রেনে পাথর ছোড়া হয়। মাঝে মাঝে যাত্রীরা আহত হন। আজকের ঘটনাকে এমন বিচ্ছিন্ন মনে হচ্ছে না। সুপরিকল্পিতভাবে কোনো সংঘবদ্ধ চক্র করে থাকতে পারে।

এ ঘটনায় রেলওয়ে থানায় লিখিত অভিযোগ করা হবে।

সর্বশেষ খবর