শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে : উপমন্ত্রী শামীম

শরীয়তপুর প্রতিনিধি

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সততা ও মেধা দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছেন। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা, প্রজ্ঞা, মেধা এবং রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে এমন অনন্য উচ্চতায় পৌঁছেছেন শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক মহল তাঁর প্রতি শ্রদ্ধাশীল। আমাদের সবাইকে কাজ করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা করতে হবে সব ক্ষেত্রে। সরকারের সব সেবার মান বাড়িয়ে পৌঁছে দিতে হবে মানুষের দোরগোড়ায়। জেলা প্রশাসকের কনফারেন্স রুমে শরীয়তপুর উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে গতকাল তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নাহিম রাজ্জাক এমপি।

সর্বশেষ খবর