শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

অপহরণ নাটক সাজিয়ে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি

প্রতারণা মামলা স্বামীর বিরুদ্ধে

ঠাকুরগাঁও প্রতিনিধি

অপহরণের নাটক সাজিয়ে স্ত্রীর কাছ থেকে ১ লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ জড়িত দুজনকে গ্রেফতার করেছে। আদালতের মাধ্যমে গতকাল তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। এজাহার সূত্রে জানা যায়, পীরগঞ্জের ভাকুড়া গ্রামের মকছেদ আলীর ছেলে ফয়সাল আহম্মেদ বিপ্লবের স্ত্রী ফারহানা ইয়াসমিন একটি বেসরকারি সংস্থার ঠাকুরগাঁও সদরের মুন্সিরহাট শাখায় কর্মরত। সেখানে ভাড়া বাসায় থাকেন তিনি। ১১ বছর আগে বিয়ে হয় তাদের। দুই বছর ধরে ঢাকার মোহাম্মদপুর আদাবরে একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করেন বিপ্লব। গত মঙ্গলবার সকালে ঢাকার বাসা থেকে বের হয়ে বিপ্লব সন্ধ্যাও না ফেরায় তাকে একাধিকবার ফোন করেন তার বাবা। সেই রাতেই ঢাকার আদাবর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জানতে পারে সিরাজগঞ্জে আছেন বিপ্লব। পরদিন বিপ্লবের স্ত্রী ফারহানা ইয়াসমিন স্বামীর খোঁজে সিরাজগঞ্জ যান। সেখানে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জানতে পারে বিপ্লব ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আছেন। এরই মধ্যে বিপ্লবের চোখ ও হাতা-পা বাঁধা ছবি ও ভিডিও তার মোবাইলের মেসেঞ্জার থেকে স্ত্রীর মোবাইলের মেসেঞ্জারে পাঠানো হয়। এরপর ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বিপ্লবের মোবাইল থেকে ফারহানার নম্বরে পাঠানো হয় মেসেজ। এ ঘটনায় দুজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জানায় স্ত্রীর কাছ থেকে টাকা আদায়ের জন্য অপহরণ নাটক সাজানো হয়।

এ ঘটনায় ফারহানা বাদী হয়ে স্বামী বিপ্লবসহ তিনজনের নামে থানায় মামলা করেন।

 

সর্বশেষ খবর