শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা গতকাল উদ্বোধন করেছেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার আয়োজনে শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির চেয়ারম্যান মানিক সিকদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দীন, পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন মিলন, পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী প্রমুখ। সর্পদেবী মা মনসাপূজা উপলক্ষে সাতক্ষীরা শহরের পলাশপোলে গুড় পুকুর পাড়ের বটবৃক্ষের নিচে ২০০ বছর ধরে এ মেলার সূচনা হয়। এবারের মেলায় তিন শর অধিক স্টল বসেছে। বিভিন্ন পণ্যের মধ্যে আছে কাঠ, মাটি, বাঁশ, বেত আর লোহার তৈরি সামগ্রী।

এ ছাড়া বিনোদনের জন্য রয়েছে ম্যাজিক নৌকা, নাগরদোলা, জাদু প্রদর্শনী ও পুতুলনাচ।

সর্বশেষ খবর