শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বড়শিতে মাছ ধরা উৎসব

শেরপুর প্রতিনিধি

বড়শিতে মাছ ধরা উৎসব

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী সুতানালী দিঘিতে বড়শি দিয়ে মাছ ধরার উৎসব গতকাল সন্ধ্যায় শেষ হয়েছে। ২০ হাজার টাকা দিয়ে (বসার মাচাসহ) টিকিট কিনে দেশের বিভিন্ন জেলা থেকে ৭৭ জন শৌখিন শিকারি গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টার জন্য বসেন মাছ ধরতে। প্রতি টিকিটে সাত ছিপ নিয়ে অন্তত ৬০০ লোক সারা রাত জেগে বড়শি ফেলেন। আরও দেড় শ লোক ছিলেন শিকারিদের সহযোগী। মাছ শিকারিরা জানান, প্রতি টিকিটের বাইরে আরও অন্তত ৩০ হাজার টাকা খরচ হয়েছে। এরমধ্যে মাছ ধরার টোপ তৈরিতে ২০ এবং খাওয়া-দাওয়াসহ অন্যান্য খরচ হয়েছে ১০ হাজার টাকা। এলাকার মধ্যকুড়া সুতানালী দিঘির পাড় মজাপুকুর ভূমিহীন সমবায় সমিতি ৩৫ বছর ধরে এ উৎসব আয়োজন করে। পুকুরের মালিকানা সরকারের হলেও এলাকার দরিদ্র মানুষ সংগঠনের মাধ্যমে লিজ নিয়ে মাছ চাষ করে। এই পুকুর থেকে আয়ের বড় অংশ আসে টিকিট বিক্রি করে। সমিতির নেতারা বলেন, বছরের শরৎ ঋতু শুরুর এক মাস আগে কয়েক দফায় মাছ শিকারের টিকিট বিক্রি হয়। এবার মাছ ধরার সময় দেওয়া হয় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত। শিকারিরা বলেছেন, কেউ কেউ অনেক মাছ পেয়েছেন, কেউ পেয়েছেন সামান্য। বাদ যায়নি কেউ। তবে কারও কারও খরচ উঠেনি। ময়মনসিংহ থেকে আসা মীর আবুল কামাল বলেন, লাভ-লোকসানের ব্যাপার নয়। নেশা ও আনন্দ পেতে এখানে মাছ ধরতে আসি। পুকুরটি নাম করা ও প্রাচীন।

এখানের মাছের স্বাদ ও গন্ধ ভিন্ন রকম। গাজীপুর থেকে আসা মিজান জানান, সারা বছর অপেক্ষায় থাকি সুতানালীর টিকিট কখন ছাড়বে। সমিতির  সভাপতি  আক্তার হোসেন বলেন, ১৯ দশমিক ৬০ একর এলাকায় দিঘির অবস্থান। মাছ শিকারের জন্য বসার আসন লটারির মাধ্যমে নির্ধারণ হয়। মাছ ধরা ঘিরে বছরের এই সময়ে এখানে সৃষ্টি হয় উৎসবের আমেজ।

সর্বশেষ খবর