শিরোনাম
শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

দেড় শ বছরে ফয়জুন্নেছা বালিকা বিদ্যালয়

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দেড় শ বছর পূর্তি উপলক্ষে গতকাল সাবেক শিক্ষার্থীদের মেলা বসে। তাদের স্মৃতিচারণের পাশাপাশি হৈ-হুল্লোড়ে মুখর হয়ে উঠেছিল স্কুল প্রাঙ্গণ। অনেকে দীর্ঘদিন পর বন্ধুদের পেয়ে হয়ে পড়েন আবেগাপ্লুত। কুমিল্লা টাউনহল থেকে বের হয় আনন্দ র‌্যালি। র‌্যালি উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য এরোমা দত্ত ও স্কুলের সাবেক শিক্ষার্থী সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, প্রধান শিক্ষক রাশেদা আক্তার। আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, নবাব ফয়জুন্নেছা উপমহাদেশের গর্ব। তার জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করাসহ বাড়িটি প্রত্নসম্পদ হিসেবে সংরক্ষণ করার জন্য জাতীয় সংসদে কথা বলেছি। নবাব ফয়জুন্নেছাকে অনুসরণ করেই কুমিল্লার মেয়েরা আজ দেশ ও দেশের বাইরে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে চলছেন।

 

সর্বশেষ খবর