শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

৩০২৫ কেজি চা পাতা জব্দ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গলে অবৈধভাবে মজুদ, অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের চা পাতা প্যাকেটবদ্ধ করে অনুমোদনহীন ব্র্যান্ডের নামে বিক্রির অপরাধে ‘তানভীর টি হাউস’কে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চা বিক্রির বৈধ কাগজপত্র না থাকায় ওই প্রতিষ্ঠানের ৩ হাজার ২৫ কেজি অবৈধ চা জব্দ করা হয়; যার বাজারমূল্য প্রায় ৬ লাখ ৩৫ হাজার টাকা।

বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিতি ছিলেন চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব, পরিচালক ড. রফিকুল ইসলাম ও পরিদর্শক (অপারেশন) তাপস রায়। রুহুল আমীন বলেন, প্রতিষ্ঠানটি আইন অমান্য করে দীর্ঘদিন ধরে নিলামবহির্ভূত চা মজুদ এবং বিপণনে জড়িত। এতে একদিকে নিম্নমানের চা ভোক্তাদের কাছে পৌঁছে যাচ্ছে, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। চায়ের অবৈধ ব্যবসা বন্ধে সারা দেশে এ অভিযান চলমান থাকবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর