শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাস-অটোরিকশা শ্রমিক সংঘর্ষ, যানবাহন ভাঙচুর

নওগাঁ প্রতিনিধি

বাস-অটোরিকশা শ্রমিক সংঘর্ষ, যানবাহন ভাঙচুর

নওগাঁর মান্দায় বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন। এ সময় দুটি বাস ও ১৫টি অটোরিকশা ভাঙচুর করা হয়। উপজেলার সাবাইহাট ও ফেরিঘাট এলাকায় গতকাল দুপুরে এ সংঘর্ষ হয়। এ ঘটনার পর নওগাঁ-রাজশাহী মহাসড়কে বাস ও অটোরিকশা চলাচল বন্ধ ছিল। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অটোরিকশা শ্রমিকেরা সাবাইহাট এলাকায় দুটি বাস ভাঙচুর করেন। পরে মোটরশ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা সংঘবদ্ধ হয়ে ফেরিঘাট এলাকায় জড়ো হয়ে অটো শ্রমিকদের ওপর হামলা ও অটোরিকশা ভাঙচুর করেন। বিকাল ৩টার দিকে ফেরিঘাট এলাকায় আত্রাই নদের ওপর নির্মিত সেতুর পূর্ব ও পশ্চিম পাশে রাস্তায় আড়াআড়িভাবে বাস রেখে অবরোধ সৃষ্টি করে মোটর শ্রমিক ইউনিয়নের লোকজন। এ সময় উভয়পক্ষে সংঘর্ষ হয়। মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে। পুনরায় সংঘর্ষ এড়াতে ফেরিঘাট এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে এবং উভয়পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত মামলা করেনি।

সর্বশেষ খবর