শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

স্টেশনে হামলা, মাস্টার লাঞ্ছিত

ট্রেনের শিডিউল বিপর্যয়ে উত্তেজনা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনে হামলা চালিয়েছে যাত্রীরা। ট্রেনের শিডিউল বিপর্যয়ের অভিযোগ এনে গত বৃহস্পতিবার রাতে এ হামলা হয়। এ সময় ইট-পাথর ছোড়াসহ লাঞ্ছিত করা হয় স্টেশন মাস্টারকে। যাত্রীদের অভিযোগ, ওই স্টেশনে কমিউটার ট্রেনের শিডিউল সব সময় এলোমেলো হয়। স্টেশন সূত্রে জানা যায়, ঢাকার কমলাপুর থেকে টাঙ্গাইল পর্যন্ত চলে আন্তনগর টাঙ্গাইল কমিউটার ট্রেন। রাজধানী ঢাকা, টাঙ্গাইল ও কালিয়াকৈরের লোকজন এ ট্রেনে বেশি চলাচল করেন। অন্য লোকাল ট্রেনের চেয়ে এ ট্রেনে ভাড়াও বেশি। কিন্তু প্রায় প্রতিদিন ১ ঘণ্টা শিডিউল বিপর্যয় হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কমলাপুর থেকে ট্রেনটি ছাড়ার কথা থাকলেও ছাড়ে ৭টার দিকে। এরপর জয়দেবপুর স্টেশনে ক্রসিংয়ের নামে দীর্ঘ সময় যাত্রাবিরতি দেওয়া হয়। রাত ৯টার দিকে ট্রেনটি কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি স্টেশনে পৌঁছে। সেখানেও স্টেশন মাস্টার ট্রেনটি আটকে দেন। ট্রেনটি দাঁড় করিয়ে রেখে একের পর এক দূরপাল্লার ও লোকাল ট্রেন ছাড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে কমিউটার ট্রেনের ২ শতাধিক যাত্রী স্টেশন ঘেরাও করে পাথর নিক্ষেপ করতে থাকেন। তারা স্টেশন মাস্টার কামরুল হাসানের অফিস কক্ষে ঢুকে ভাঙচুরের চেষ্টা ও তাকে লাঞ্ছিত করেন। রেলওয়ে ফাঁড়ি পুলিশ যাত্রীদের বুঝিয়ে শান্ত করার পর রাত ১০টার দিকে ওই ট্রেন ছেড়ে চলে যায়। স্টেশন মাস্টার কামরুল হাসান বলেন, সিগন্যাল না পেয়ে ট্রেনটি ছেড়ে দিলে দুর্ঘটনা ঘটবে, এ জন্য আটকে রাখা হয়। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ। কিন্তু যাত্রীরা উত্তেজিত হয়ে যায়। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সর্বশেষ খবর