রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিলুপ্তপ্রায় পটচিত্র আঁকছে শিশুরা

দিনাজপুর প্রতিনিধি

বিলুপ্তপ্রায় পটচিত্র আঁকছে শিশুরা

পটচিত্র অঙ্কন করছে শিশুরা -বাংলাদেশ প্রতিদিন

বিলুপ্ত হওয়া পটচিত্র অঙ্কন প্রশিক্ষণ নিচ্ছে দিনাজপুরের কয়েকশ’ শিশু। ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতি ধারণ, লালন, চর্চা ও শিক্ষণ করতে শিশু কিশোর শিক্ষার্থীদের এই প্রশিক্ষণ দিচ্ছে দিনাজপুর আর্ট একাডেমি।

বিগত দিনে রাজা-মহারাজারা কালের গহ্বরে হারিয়ে যাওয়া জনপ্রিয় সব ঐতিহ্য, সংস্কৃতি, গুণীজন ব্যক্তিত্ব এবং ঐতিহাসিক ঘটনা রঙের আঁচড়ে পটচিত্রের মাধ্যমে ধরে রাখতেন। কিন্তু বর্তমান তথ্য ও প্রযুক্তির আধুনিকতার ছোঁয়ায় সে সব নিদর্শন হারিয়ে যাচ্ছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি নজরুল ইসলাম, দুই বাংলার জনপ্রিয় গুণী শিল্পী সত্যজিৎ রায়, কথাসাহিত্যিক ও লেখক হুমায়ূন আহমেদসহ নন্দিত ব্যক্তিত্ববান গুণী মানুষদের জীবন ও ইতিহাস রং তুলির আঁচড়ে ধরে রাখার প্রচেষ্টা করা হয়। বিগত দিনের ইতিহাস ঐতিহ্য এবং নানান গল্প কাহিনী পটচিত্রের মাধ্যমে তুলে ধরতে এ প্রয়াস চালাচ্ছে দিনাজপুর আর্ট একাডেমি। প্রতিষ্ঠানটি ২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে শিশু কিশোরদের আর্ট প্রশিক্ষণ দিয়ে আসছে।

সর্বশেষ খবর