রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

কুমার নদে বর্ণাঢ্য নৌকাবাইচ

গোপালগঞ্জ প্রতিনিধি

কুমার নদে বর্ণাঢ্য নৌকাবাইচ

গোপালগঞ্জের কাশিয়ানীতে আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কাশিয়ানীর মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের কুমার নদে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

জানা যায়, হোগলাকান্দি-চকবোনদোলা দুই গ্রামবাসীর উদ্যোগে মহেশপুর সেতু থেকে চকবোনদোল সেতু পর্যন্ত ২ কিলোমিটার এলাকাজুড়ে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এতে গোপালগঞ্জ, নড়াইল, ফরিদপুরের নগরকান্দা, বোয়ালমারী, আলফাডাঙ্গার ২৫টি নৌকা অংশ নেয়। বিকাল ৪টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এ প্রতিযোগিতা। এ সময় ঢোল, কাশির বাদ্যের তালে নেচে- হেইও হেইও রবে বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে এক অনবদ্য আবহ সৃষ্টি হয়। আবহমান গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি ও নিজস্বতা ধরে রাখতে হাজার প্রাণের আনন্দ উচ্ছ্বলতায় মেতেছিল এসব এলাকার নারী-পুরুষ আবালবৃদ্ধবনিতা। হাজার মানুষের উপস্থিতিতে উৎসবের আমেজে সন্ধ্যায় এ নৌকা বাইচ শেষ হয়।

নৌকা বাইচকে কেন্দ্র করে হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লোকজ মেলা বসে। মেলায় শতাধিক দোকানে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসে। কিছু দোকানে বাঁশ-বেত, মৃৎ শিল্প, তৈজসপত্র খেলানার দোকান নিয়ে বসে। প্রতিযোগিতায় যৌথ প্রথম স্থান অর্জন করেন স্থানীয় হোগলাকান্দি গ্রামের ওসমান শেখ ও বরকত মোল্লার নৌকা।  চকবোনদোলা গ্রামের উকিল মিনার নৌকা দ্বিতীয় ও রাব্বির নৌকা তৃতীয় স্থান অধিকার করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

সর্বশেষ খবর