রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

জুয়া খেলার প্রতিবাদ করায় স্ত্রী তালাক

পাবনা প্রতিনিধি

জুয়া খেলার প্রতিবাদ করায় স্ত্রী তালাক

সন্তানদের নিয়ে স্বামীর বাড়ির বারান্দায় স্ত্রী -বাংলাদেশ প্রতিদিন

পাবনার ভাঙ্গুড়ায় জুয়া খেলার প্রতিবাদ করায় স্ত্রীকে তালাক দেওয়ার অভিযোগ পাওয়া গেছে শাহিন আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ওই গৃহবধূর নাম লিজা। তিনি এ ঘটনায় শাহিন আলমসহ ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ছাড়া এর প্রতিবাদে তিন দিন ধরে স্বামীর বাড়ির বারান্দায় অনশন করছেন তিনি। উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত অন্যরা হলেন- আবদুল কুদ্দুস, শামিরন, করিমন, আলতাব হোসেন ও মাসুদ রানা। অভিযোগে জানা যায়, ১৬ বছর আগে পারিবারিকভাবে কাশিপুর গ্রামের শাহিনের সঙ্গে পাশের পাটুলীপাড়া গ্রামের আবদুল জলিল সরদারের মেয়ে লিজার বিয়ে হয়। তাদের ১০ ও ১২ বছরের দুটি সন্তান রয়েছে। শাহিন অনেক আগে থেকেই জুয়ায় আসক্ত। তিনি অনেকবার স্ত্রীকে চাপ দিয়ে শ্বশুরবাড়ি থেকে টাকা নিয়ে জুয়া খেলেছেন। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েও জুয়া খেলে টাকা খুইয়েছেন। পরে লিজা প্রবাসী ভাইয়ের কাছ থেকে ৩ লাখ টাকা নিয়ে এনজিওর ঋণ পরিশোধ করেন। টাকা না পেলেই শাহিন তার ওপর চালাত শারীরিক নির্যাতন। এ নিয়ে স্থানীয়ভাবে অনেকবার সালিশও হয়েছে। সর্বশেষ সোমবার এ নিয়ে সালিশ হয়। তবে এতে সমাধান হয়নি। সালিশদারদের পরামর্শে পরদিন থানায় অভিযোগ দেন লিজা। এর পরদিনই শাহিন তালাক দেন লিজাকে।

লিজা বলেন, দুই সন্তান নিয়ে ঘরের বারান্দায় অসহায় দিনযাপন করছি। এ বিষয়ে ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, ওই নারী এখন মানবেতর জীবনযাপন করছেন। পার-ভাঙ্গুড়া ইউনিয়নের চেয়ারম্যান হেদায়তুল হক বলেন, সালিশ করে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। কিন্তু শাহিনের প্রভাবশালী এক আত্মীয়ের জন্য সেই চেষ্টা ব্যর্থ হয়। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, ওই গৃহবধূকে পারিবারিক আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর