রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

মেহেরপুরে ভুল অ্যানেসথেসিয়ায় রোগীর মৃত্যুর অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর শহরের রমেশ ক্লিনিকে ভুল অ্যানেসথেসিয়ায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত স্বর্ণালী খাতুন মেহেরপুর শহরের মল্লিকপাড়ার সাদ্দাম হোসেনের স্ত্রী। তিনি একই ক্লিনিকের সিনিয়র স্টাফ নার্স ছিলেন।

নিহতের পরিবারের অভিযোগ, রমেশ ক্লিনিকের সিনিয়র স্টাফ নার্স স্বর্ণালী খাতুনের ক্লিনিকে দায়িত্ব পালনকালে বৃহস্পতিবার বিকালে পেটে ব্যথা ওঠে। পরে ক্লিনিকের চিকিৎসক জাহিদ হাসান বিপু পরীক্ষা-নিরীক্ষা করে জানান তার অ্যাপেনটিসাইটের ব্যথা উঠেছে। যা এখনই অপারেশন করতে হবে। ওইদিন সন্ধ্যায় স্বর্ণালীর পরিবারকে কিছু না জানিয়েই তাকে অপারেশনের থিয়েটারে (ওটি) নেওয়া হয়। অপারেশনের আগে ক্লিনিকের ম্যানেজার শহিদুল অ্যানেসথেসিয়ার চিকিৎসকের সঙ্গে ফোনে যোগাযোগ করে রোগীর শরীরে অ্যানেসথেসিয়া দেয়। পরে অপারেশন শেষে জ্ঞান না ফেরায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত শহিদুলের দাবি, অ্যানেসথেসিয়া চিকিৎসক মেহেদি হাসান নিজে অ্যানেসথেসিয়া দিয়েছেন। রোগীর দেবর শয়ন বলেন, ‘আমাদের পরিবারের কাউকে না জানিয়ে আমার ভাবিকে অপারেশন করা হয়েছে।’ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কামরুল আহসান ও সিভিল ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর