রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

মোবাইল কোর্টের ভয় দেখিয়ে চাঁদা দাবি

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ শহরে সহকারী কমিশনার (ভূমি) পরিচয় দিয়ে মোবাইল কোর্টের ভয় দেখিয়ে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করছে একটি প্রতারক চক্র। গত কয়েক দিন ধরে প্রতারক চক্রের এমন কর্মকান্ডে ব্যবসায়ীসহ সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। যদিও গতকাল বিষয়টি নজরে এলে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের ফেসবুক আইডি থেকে এ বিষয়ে একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে।

জানা যায়, সম্প্রতি শহরের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও কয়েকজন ব্যক্তির কাছে মোবাইল কোর্টের ভয় দেখিয়ে চাঁদা দাবি করা হয়। হবিগঞ্জ সদরের ইউএনও আয়েশা আক্তার জানান, ‘যদি মোবাইল কোর্টের ভয় দেখিয়ে কোনো চাঁদা দাবি করা হয় সঙ্গে সঙ্গে বিষয়টি আমাদের অবগত করার অনুরোধ করছি।’

সর্বশেষ খবর