রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

হাত-পা বেঁধে টাকা ও সোনা লুট

প্রতিদিন ডেস্ক

টাঙ্গাইলের সখীপুরে বাড়ির লোকজননের হাতা-পা বেঁধে লুটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা প্রায় আড়াই লাখ টাকা ও ১৬ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। শুক্রবার মধ্য রাতে উপজেলার সোলাপ্রতিমা মুন্সিপাড়া গ্রামের ব্যবসায়ী মোতালেব মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবার সদস্যরা জানায়, মধ্য রাতে জানালার গ্রিল কেটে ১০-১২ জন দুর্বৃত্ত রুমে ঢোকে। তারা রামদা ও বড় চাপাতি দিয়ে ভয় দেখিয়ে বাড়ির চার সদস্যের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে তারা আলমারি ভেঙে ১৬ ভরি স্বর্ণালংকার ও আড়াই লাখ টাকা লুট করে। পরে এক সদস্যকে মারধর করে মাইক্রোবাসযোগে পালিয়ে যায়। সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া শহরে ফ্ল্যাটের দরজা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় সদরের পৌর এলাকার মোস্তাক আহমেদের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

সর্বশেষ খবর