রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সমাবেশ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত জেলা শাখা আয়োজিত পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠের সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী।

জেলা ইসলামিক ফ্রন্টের সভাপতি নাজমুল হক আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী দুলাল, খাজা আরিফুর রহমান তাহেরী, সৈয়দ মাহমুদ শাহ মুজাদ্দেদী, মোশাররফ হোসেন হেলালী প্রমুখ।

সর্বশেষ খবর