রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

জিয়ার মরণোত্তর বিচার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর

দিনাজপুর প্রতিনিধি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন। তিনি বলেছেন, জিয়াউর রহমানের শাসনামল থেকেই দেশে গুম, খুন এবং বিনা বিচারে হত্যার রাজনীতি শুরু হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা শেষে জিয়া হত্যার রাজনীতি শুরু করেন। এরই ধারাবাহিকতায় খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান গুম, খুন এবং বিনা বিচারে হত্যার রাজনীতি অব্যাহত রাখেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা চালানো হয়।

গতকাল দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘মায়ের কান্না’ সংগঠনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এসব কথা বলেন। ‘মায়ের কান্না’ সংগঠনের প্রধান উপদেষ্টা নাহিদ এজাহার খান এমপির সভাপতিত্বে বক্তব্য রাখেন হুইপ ইকবালুর রহিম, আহসানুল হক চৌধুরী ডিউক এমপি প্রমুখ।

সর্বশেষ খবর