রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

মসজিদের টাকা নিয়ে সংঘর্ষ

পাবনা প্রতিনিধি

মসজিদের টাকা নিয়ে সংঘর্ষ

পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ উন্নয়ন প্রকল্পের টাকা উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ চারজন আহত হয়েছেন। উপজেলার অষ্টমণিষা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। গুরুতর আহত আশরাফ আলীকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বেলাল হোসেন, আজিজুল হক, বেবী খাতুনকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গ্রামবাসী জানায়, শুক্রবার জুম্মার নামাজের সময় কমিটি মসজিদ উন্নয়নের লক্ষ্যে চাঁদা আদায়ের কথা বললে ইউপি সদস্য সাহেব আলী তাতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষে কথা কাটাকাটি হয়। পরে সাহেব আলী লোকজন নিয়ে মসজিদ কমিটির সভাপতি ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় দোকান ভাঙচুর করা হয়। এ ব্যাপারে সাহেব আলীর সঙ্গে কথা বলার চেষ্টা করেও তা সম্ভব হয়নি।

অষ্টমণিষা ইউনিয়ন চেয়ারম্যান সুলতানা জাহান বকুল বলেন, মসজিদ উন্নয়ন প্রকল্পের টাকা তোলা নিয়ে প্রথমে এর সূত্রপাত হয়।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর