রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

সেই ভ্যানচালক নিয়োগ পেলেন এলজিইডিতে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সেই ভ্যানচালক নিয়োগ পেলেন এলজিইডিতে

প্রায় এক দশক ধরে নিজ উদ্যোগে সড়ক সংস্কারে কাজ করা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পোড়াডিহি গ্রামের ভ্যানচালক মিস্টার আলীকে সুপারভাইজার পদে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর-এলজিইডি। চাঁপাইনবাবগঞ্জ এলজিইডি কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং সম্প্রতি তার হাতে নিয়োগপত্র তুলে দেন। এর আগে মিস্টার আলীকে নিয়ে বাংলাদেশ প্রতিদিনে একটি সচিত্র সংবাদ প্রকাশ হলে তা নজরে আসে নির্বাহী প্রকৌশলীর। সেসময় তিনি জানিয়েছিলেন, মিস্টার আলীকে এলজিইডিতে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং বাংলাদেশ প্রতিদিনকে জানান, এলজিইডির গ্রামীণ সড়ক সেতু এবং কালভার্ট মেরামত ও সংরক্ষণের আওতায় এলসিএসের (লেবার কনট্রান্টিং সোসাইটি) সুপারভাইজার পদে মিস্টার আলীকে নিয়োগ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর