সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

৫ টাকায় ২০ লিটার সুপেয় পানি

বাগেরহাট প্রতিনিধি

৫ টাকায় ২০ লিটার সুপেয় পানি

তীব্র লবণাক্ত উপকূল এলাকা মোংলায় বিশুদ্ধ খাবার পানির হাহাকার দীর্ঘদিনের। সুপেয় পানির জন্য এখানের আমজনতাকে রীতিমতো যুদ্ধ করতে হয়। মোংলার মানুষের অসহনীয় এই দুর্ভোগ থেকে মুক্তি দিয়েছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (বিআইএফপিসিএল)। রবিবার সকালে উদ্বোধন করা হয়েছে ওয়াটার বুথ। অত্যাধুনিক এই ওয়াটার বুথে পাঁচ টাকার কয়েন দিলেই পাওয়া যাচ্ছে ২০ লিটার সুপেয় পানি। এক টাকার কয়েনে চার লিটার, আর দুই টাকার কয়েনে মিলছে আট লিটার সুপেয় পানি। রামপাল মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের এই ওয়াটার বুথ উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের উপ-ব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় রামপাল বিদ্যুৎ কেন্দ্রে তীব্র লবণাক্ত উপকূল এলাকা বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভায় একটি, মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নে চারটি এবং রামপাল উপজেলার হুড়কা, গৌরম্ভা ও রাজনগর ইউনিয়নে ১১টি স্থানে সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

এরমধ্যে মোংলা পোর্ট পৌরসভায় একটি বুড়িরডাঙ্গা ইউনিয়নে তিনটি, রাজনগরে দুটি ও গৌরম্ভা ইউনিয়নে দুটি স্থানের বাসিন্দারা ওয়াটার বুথে কয়েন দিয়ে নির্দিষ্ট সুপেয় পানি পাবেন। সুপেয় পানির সুব্যবস্থা পেয়ে বুড়িরডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা করিম ফকির, নারায়ণ বিশ্বাস ও বিজলি সরকার বলেন, ‘সুপেয় পানি পেয়ে আমাদের যে উপকার হলো, তা বলে বুঝাতে পারব না। এতদিন খালের লোনা পানি ফিটকিরি দিয়ে ও দূর-দূরান্ত থেকে পুকুরের পানি এনে জীবন বাঁচিয়েছি। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ সুপেয় পানির ব্যবস্থা করে দেওয়ায় তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’

সর্বশেষ খবর