সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

গৃহবধূর খুনিদের গ্রেফতার দাবি

জামালপুর প্রতিনিধি

জামালপুরে গৃহবধূ রিথী আক্তার হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন পরিবার ও স্থানীয়রা। গতকাল দুপুরে মেলান্দহ উপজেলার বেতমারী এলাকায় এই কর্মসূচির আয়োজন করেন স্থানীয়রা। এতে নিহত রিথীর পরিবার, স্বজন ও স্থানীয়রা অংশ নেন। মেলান্দহ উপজেলার বেতমারী বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন। নিহত রিথীর বাবা রফিকুল ইসলাম বলেন, ‘শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে হত্যা করেছে। মামলা হলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করেনি।’ উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর বিকালে স্বামী গোলাম রাব্বীর বাড়ি থেকে রিথীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মেলান্দহ থানায় হত্যা মামলা করেন।

সর্বশেষ খবর