সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

শিক্ষার্থীরা ভাসালেন প্রতীকী নৌকা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় প্রতীকী নৌকা ভাসিয়ে শিক্ষার্থীরা করতোয়া নদীর পানি প্রবাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। বিশ্ব নদী দিবসে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বগুড়া শাখার উদ্যোগে মানববন্ধন, র‌্যালি শেষে এসপি ব্রিজের কাছে তারা এ কর্মসূচি পালন করেন। গতকাল বগুড়া মহিলা কলেজের ২ শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন। সংশ্লিষ্টরা বলছেন, আড়াই হাজার বছর আগে যে নদী ঘিরে গড়ে উঠেছিল পুন্ড্রু সভ্যতা, কালের আবর্তে সেই করতোয়া নদী আজ মৃতপ্রায়। বগুড়া শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া এ নদীর প্রায় ২০ কিলোমিটার দখল আর দূষণের শিকার। এ নদী এখন মানব সৃষ্ট দুর্যোগের কবলে। নদী শীর্ণকায় হয়ে খালে পরিণত হয়েছে। কোথাও সামান্য পানি তা-ও দূষণে কালো। সেতুর নিচ দিয়ে নদীর প্রশস্ত সীমারেখা বোঝা গেলেও পানির প্রবাহ জীর্ণ নালার মতো। নদীর বুকে অনেক জায়গায় চাষাবাদও হয়ে থাকে। আদালতের নির্দেশনায় নদীর অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের তৎপরতা দেখা গেলেও দূষণ রোধে কোনো উদ্যোগ নেই।

সর্বশেষ খবর