সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

রেল যোগাযোগ উন্নয়নের দাবি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা-ঢাকা-দিনাজপুরসহ সারা দেশের রেল যোগাযোগ উন্নয়নের দাবিতে গাইবান্ধায় গতকাল সমাবেশ হয়েছে। রেল স্টেশন চত্বরে সামাজিক সংগ্রাম পরিষদের ডাকে এ সমাবেশ হয়। বক্তারা বলেন, ট্রেন যোগাযোগ নিরাপদ এবং কম খরচের। অথচ গাইবান্ধা থেকে ঢাকাসহ সারা দেশের ট্রেন যোগাযোগ খুবই অপ্রতুল। রংপুর এবং লালমনি এক্সপ্রেস গাইবান্ধার ওপর দিয়ে চলাচল করলেও আসন সংখ্যা খুবই কম। দীর্ঘদিন বন্ধ থাকার পর রামসাগর এক্সপ্রেস চালু হলেও সেটা পার্বতীপুর থেকে ফেরত আসে। ফলে দিনাজপুর-পঞ্চগড়গামী যাত্রীদের এই ট্রেন কোনো কাজে আসে না। বক্তারা প্রস্তাবিত বুড়িমাড়ী এক্সপ্রেস গাইবান্ধার ওপর দিয়ে চলাচল নিশ্চিতের দাবি জানান। সেই সঙ্গে রামসাগর এক্সপ্রেস বোনারপাড়া থেকে দিনাজপুর পর্যন্ত চালু, গাইবান্ধা থেকে ঢাকা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চালু এবং রংপুর-লালমনি এক্সপ্রেসের আসন সংখ্যা দিগুণ করার জোর দাবি জানান।

সর্বশেষ খবর