মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

সড়কের ইট তুলে নিলেন চেয়ারম্যান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সড়কের ইট তুলে নিলেন চেয়ারম্যান

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রাস্তার ইট উঠিয়ে বাড়িতে নেওয়ার অভিযোগ উঠেছে চান্দুরা ইউপি চেয়ারম্যান এ এম শামিউল হক চৌধুরীর বিরুদ্ধে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন গ্রামবাসী। ইউএনও ইরফান উদ্দিন আহমেদ অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। অভিযুক্ত চেয়ারম্যানের দাবি- ইটগুলো রক্ষণাবেক্ষণের জন্য বাড়িতে এনেছেন।

জানা যায়, সাতগাঁও এলাকায় চেয়ারম্যানের বাড়ি থেকে গুচ্ছ গ্রাম পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তাটি ইট সলিং ছিল। এরই মধ্যে ১৩০০ মিটার এলজিইডির মাধ্যমে কার্পেটিং করা হয়েছে। বাকি ৭০০ মিটার রাস্তার সলিং ইট উঠিয়ে চেয়ারম্যান শামিউল হক নিজের বাড়িতে নিয়ে গেছেন। শামিউল হক চৌধুরী জানান, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। সাতগাঁও গুচ্ছ গ্রামটি হাওরবেষ্টিত। ২০২০ সালের বন্যায় রাস্তাটি ডুবে গিয়েছিল। তখন বন্যার পানিতে ইটগুলো ভেসে যায়। বাকি ছিল ৭ হাজার ইট। সংশ্লিষ্ট দফতরের অনুমতি নিয়ে ইটগুলো রক্ষণাবেক্ষণে আমার বাড়ি নিয়ে আসি। এগুলো বিক্রি বা নিজের কাজের জন্য আনা হয়নি। ইউএনও ইরফান উদ্দিন আহমেদ জানান, বিষয়টি উপজেলা প্রকৌশলীকে দেখতে বলা হয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রকৌশলী আশিকুর রহমান ভূঁইয়া বলেন, চেয়ারম্যানের বাড়িতে ইটগুলো পেয়েছি। এগুলো যথাস্থানে প্রতিস্থাপনের জন্য বলা হয়েছে।

সর্বশেষ খবর