শিরোনাম
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

পুলিশ সদস্য অপহরণে গ্রেফতার ৩

ফেনী প্রতিনিধি

ফেনীর মহিপাল থেকে এক পুলিশ সদস্য ও তার স্ত্রীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা থেকে গত রবিবার তাদের গ্রেফতার করে ফেনী মডেল থানা পুলিশ। নিজ কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনে ফেনীর পুলিশ সুপার জাকির হাসান এ তথ্য জানান। এসপি বলেন, গত ২৮ আগস্ট ওই দম্পতিকে অপহরণ করা হয়।

 চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে মহিপালে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। তখন অপহরণকারীরা কৌশলে তাদের একটি মাইক্রোবাসে তুলে নেয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল পৌঁছানোর পর গামছা দিয়ে দম্পতির চোখ-মুখ বেঁধে তাদের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি এবং সঙ্গে ২০ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন ও এক জোড়া কানের দুল হাতিয়ে নেয়। পুলিশ সদস্যকে রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। নির্যাতন সইতে না পেরে তিনি স্বজনদের বলে বিকাশের মাধ্যমে ৮০ হাজার টাকা এনে দেন। পরে রাত ১০টার দিকে লালপোল এলাকায় দুজনকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ সদস্যের স্ত্রী ছয়জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করেন।

সর্বশেষ খবর