মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নাম-ঠিকানা বদলে ২৭ বছর

কিশোরগঞ্জ প্রতিনিধি

নিজের ও বাবার নাম, ঠিকানা এবং পেশা পরিবর্তন করে এলাকা ছেড়ে ভিন্ন স্থানে ভোটার তালিকাভুক্ত হয়েও শেষরক্ষা হয়নি। অবশেষে পুলিশের হাতে ধরা পড়লেন। তার নাম আসল ওয়াহিদুল্লাহ। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মৌটুপি গ্রামে রূপ বাদশার ছেলে তিনি। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিন্নারবন্দ থেকে গত রবিবার রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করে কিশোরগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)। আদালতের মাধ্যমে গতকাল কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায়, ১৯৯৬ সালের সেপ্টেম্বর মাসে ভৈরবের মৌটুপি এলাকায় ডোবায় অজ্ঞাতনামা নারীর লাশ পাওয়া যায়। এ ব্যাপারে ভৈরব থানায় মামলা হয়।

ঘটনার পর থেকে এলাকা ছেড়ে পালিয়ে যান মৌটুপি গ্রামের ওয়াহিদুল্লাহ। ঢাকায় বাদাম বিক্রি করতেন তিনি। কথিত বন্ধু নিজামের সঙ্গে হত্যার শিকার অজ্ঞাতনামা নারীকে তিনি তার বাড়িতে এনেছিলেন। পরে হত্যাকান্ড সংঘটিত হয়। গত বছরের ৯ অক্টোবর কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পলাতক ওয়াহিদুল্লাহকে যাবজ্জীবন কারাদন্ড দেন।

 

সর্বশেষ খবর