বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

পরিবার পরিকল্পনা কর্মকর্তা কারাগারে

নাটোর প্রতিনিধি

সহকর্মীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে নাটোরের পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাকিব হোসেনকে (৩৩) কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে গতকাল তিনি নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে আত্মসমর্পণ করে জামিন চান। বিচারক আবদুর রহিম জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাকিব নাটোরের সিংড়ার মাদারীপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে এবং সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক। মামলার বিবরণে জানা যায়, অভিযুক্ত কর্মকর্তা এক নারী সহকর্মীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন এবং ভিডিও ধারণ করেন।

সর্বশেষ খবর