বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বেড়েছে মাছ উৎপাদন

কাপ্তাই হ্রদে ২৫ দিনে আহরণ ১৬৫০ টন

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

বেড়েছে মাছ উৎপাদন

সরগরম কাপ্তাইয়ের মাছঘাট -বাংলাদেশ প্রতিদিন

রাঙামাটির কাপ্তাই হ্রদে সব ধরনের মাছের উৎপাদন বেড়েছে। জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর মাছ। রাজস্ব আদায়ের রেকর্ড গড়েছে। ১ সেপ্টেম্বর হ্রদে মাছ ধরা শুরু হয়। মাত্র ২৫ দিনে মাছ আহরণ হয়েছে প্রায় ১ হাজার ৬৫০ মেট্রিক টন। এর রাজস্ব আদায় হয়েছে প্রায় ৩ কেটি ৪০ লাখ টাকা। যদিও এ পরিমাণ গত বছরের চেয়ে কিছু কম। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটির এক পরিসংখ্যান বলছে, গত বছর ২৫ দিনে ১ হাজার ৮৫০ মেট্রিক টন মাছ আহরণ হয়েছিল। আর রাজস্ব আদায় হয়েছিল ৩ কোটি ৭০ লাখ টাকা। এর কারণ তখন রাজস্ব আদায় ও মৎস্য অবতরণের কোনো বাধা ছিল না। চলতি বছর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরুর পর বিএফডিসির নির্দেশে মাছ অবতরণ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৬টার পর আর রাজস্ব আদায় হবে না। হবে না ফিশারিঘাটে কোনো মাছ অবতরণ। এ মৌসুমে প্রথম ২৫ দিনে যেভাবে মাছ ধরা পড়ছে তা অব্যাহত থাকলে রাজস্ব অতীতের সব রেকর্ড ভেঙে ফেলবে বলে জানান সংশ্লিষ্টরা। রাঙামাটি বিএফডিসিসূত্র জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলধারা ও বাংলাদেশে মাছ উৎপাদনের অন্যতম ক্ষেত্র কাপ্তাই হ্রদ, যা দেশের মিঠাপানির মাছের ভান্ডার হিসেবে পরিচিত। এ হ্রদ থেকে আহরিত মাছ যায় চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। যার সুফল ভোগ করে এ অঞ্চলের ২৬ হাজার মৎস্যজীবী পরিবার। হ্রদে মাছ ধরা বন্ধের সময় রাঙামাটি মৎস্য উন্নয়ন অধিদফতরের উদ্যোগে এখানে ছাড়া হয় বিপুল পরিমাণ পোনা। এসব পোনা বড় হওয়ার পর মাছ শিকার শুরু হয়। প্রচুর মাছ ধরা পড়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে জেলে, শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে। চার মাস ১২ দিন অলস বসে থাকার পর আবার কর্মসংস্থান হওয়ায় খুশি শ্রমিকরা। রাঙামাটি মৎস্য উন্নয়ন অধিদফতরের উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল আলম ভূঁইয়া বলেন, কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, বংশবিস্তারের কারণে বাম্পার আহরণ সম্ভব হচ্ছে। এজন্য বিএফডিসির সব কর্মকর্তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ ধরা বন্ধ, পোনা রক্ষণাবেক্ষণে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে হয়েছে তাদের।

প্রসঙ্গত, রাঙামাটির কাপ্তাই হ্রদে ৬৬টি দেশি প্রজাতির ও ৬টি বিদেশি প্রজাতির মাছ পাওয়া যায়। এখানে মাছের প্রজাতির সংখ্যাও প্রতি বছর বাড়ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর