বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ইয়াবাসহ আটক ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর থেকে ১১ হাজার ইয়াবাসহ চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ নবীগঞ্জ গুদারাঘাট থেকে সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- নারায়ণগঞ্জ বন্দর সোনাকান্দা এলাকার গোপাল মোল্লা ছেলে মো. রিফাত মোল্লা (২৬), নূর মোহাম্মদের ছেলে মো. সাগর (২৮), খলিলুর রহমানের ছেলে মো. রাজু মিয়া (৪০) ও মো. আলীর ছেলে মো. সবুজ (৩২)। ডিবির এস আই এম শামীম জানান, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ নবীগঞ্জ গুদারাঘাট এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদ ডিবি পুলিশের কাছে আসে। তার ভিত্তিতে ওই এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর