শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

তিন জেলায় পানিতে ডুবে সাতজনের প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

তিন জেলায় পানিতে ডুবে সাতজনের প্রাণহানি

দিনাজপুরে গোসলে নেমে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। বাগেরহাটের রামপাল উপজেলায় দুই শিশু ও মোংলায় জাহাজ থেকে পড়ে নিখোঁজ গ্রিজারম্যানের লাশ উদ্ধার হয়েছে। এ ছাড়া বিলের পানিতে ডুবে রংপুরে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- দিনাজপুর : বীরগঞ্জ সদরে ঢেপা নদীতে গোসলে নেমে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর বৃহস্পতিবার রাতে সাকিব  হোসেন (১৬) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার হয়েছে। অপরদিকে বৃহস্পতিবার দুপুরে গোসলে নেমে চিরিরবন্দরের সাতনালা গ্রামের ঝাড়ুয়ার বিলের পানিতে মেহেদী হাসান (১৫) ও ফুলবাড়ীর ঘাটপাড়ে ছোট যমুনা নদীর ত্রিমোহনী এলাকার পানিতে হাসমত হাসু (১২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বাগেরহাট : রামপাল উপজেলার কালেখারবেড় গ্রামে বাড়ির পুকুরে পড়ে আজিম শেখ (১৯ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজিম একই এলাকার সফরুল শেখের ছেলে। একই দিন দুপুরে উপজেলার চিত্রা গ্রামের আলমগীরের মেয়ে আয়শা খাতুন (৬) বাড়ির পাশের খালের সাঁকো পার হতে গিয়ে পানিতে পড়ে মারা যায়। মোংলার শিল্প এলাকায় জাহাজ থেকে পড়ে নিখোঁজ গ্রিজারম্যান জাবের আহমেদের লাশ দুদিন পর বৃহস্পতিবার সকালে জেটির পাশ থেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। রংপুর : পানিতে ডুবে লুৎফর রহমান (৭৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পীরগঞ্জ উপজেলার রসূলপুর ইউনিয়নের সোনার বিল এলাকায় এ ঘটনা ঘটে।

সর্বশেষ খবর