শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে

-শহীদ উল্লা খন্দকার

গোপালগঞ্জ প্রতিনিধি

সাবেক সিনিয়র সচিব শহীদ উল্লা খন্দকার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম না হলে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হতো না। শেখ হাসিনার জন্ম না হলে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে বিশ্বে উন্নয়নের রোল মডেল হতে পারত না। তাঁর জন্ম হয়েছিল বলেই দেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে গতকাল শোভাযাত্রা, দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন শেখ, আমিনুজ্জামান খান মিলন, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল হয়।

সর্বশেষ খবর