শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

গ্রামবাংলার হাঁস খেলায় উপচেপড়া ভিড়

দিনাজপুর প্রতিনিধি

গ্রামবাংলার হাঁস খেলায় উপচেপড়া ভিড়

দিনাজপুর অঞ্চলের গ্রামবাংলায় এক সময় নানা ঐতিহ্যবাহী খেলা ছিল- যা সবাইকে বিনোদন দিত। কালের প্রবাহে অনেক খেলা হারিয়ে যেতে বসেছে। ঐতিহ্য ধরে রাখতে বীরগঞ্জে গ্রামবাংলার জনপ্রিয় হাঁস খেলার আয়োজন করে যুব শিল্পী উন্নয়ন সংগঠন। এ খেলা দেখতে ভিড় করেন বিভিন্ন বয়সের শত শত মানুষ। নারীদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। বীরগঞ্জ পৌর শহরের আরিফ বাজারে গতকাল অনুষ্ঠিত হাঁস খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম। স্থানীয়রা জানান, গ্রামবাংলার জনপ্রিয় খেলা এটি। চাতালের গোলাকার জায়গায় দুটি হাঁস ছেড়ে দেওয়া হয়। চোখ বাঁধা অবস্থায় একেকটি দলের প্রতিযোগিরা হাঁস ধরার চেষ্টা করবে। যে প্রথম ধরতে পারে ওই হাঁসটি তার। এভাবে পাঁচটি দল অংশ নেয়। একেকটি দলে পাঁচ-সাতজন প্রতিযোগী ছিলেন। যুব শিল্পী উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হেমন্ত কান্ত বর্মনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও দিনাজপুর জেলা আওয়ামী লীগ সদস্য আবু হুসাইন বিপু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া, জেলা পরিষদ সদস্য রোকনুরজ্জামান বিপ্লব, আরিফ বাজার ব্যবসায়ী সমিতির সদস্য নিখিল কুন্ডু, নিজপাড়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ প্রমুখ।

সর্বশেষ খবর