শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

শুভ্রতা ছড়াচ্ছে কাশফুল

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

শুভ্রতা ছড়াচ্ছে কাশফুল

কেরানীগঞ্জের সারিঘাটে দিগন্তজুড়ে কাশফুলের মেলা। শরতের এমন সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য প্রকৃতিপ্রেমী মানুষ। কাশবাগানে বসে কেউ গল্প করছেন। ফুলের সঙ্গে ছবি তুলছেন কেউ কেউ। প্রতিদিন বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে জমজমাট হয়ে ওঠে সারিঘাট এলাকা। শহুরে যান্ত্রিকতার ভিড়ে একটু প্রাকৃতির ছোঁয়া ও সবুজঘেরা পরিবেশের পাশাপাশি নৌকাভ্রমণে প্রতিদিন এখানে আসছেন শত শত মনুষ।

সারিঘাটে ঘুরতে আসা খোকন মিয়া নামে একজন বলেন, আমার এক মামা বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকায় থাকেন। মামার বাসায় বেড়াতে এলে তিনি সারিঘাট নিয়ে আসেন। এখানকার খালের স্বচ্ছ পানিতে গোসল করা যায়। আর কাশবাগানে হারিয়ে যেতে কার না ভালো লাগে। এখানে এলে মনে পড়ে যায় গ্রামবাংলার চিরচেনা প্রকৃতির রূপ। এ কারণে বন্ধু-বান্ধব নিয়ে প্রায়ই আসি। শরতের কাশফুল দেখতে সারিঘাট এলাকায় পরিবার নিয়ে এসেছেন রফিকুল ইসলাম নামে একজন স্কুলশিক্ষক। তিনি জানান, স্ত্রী-সন্তান বায়না করলেও নানা ব্যস্ততার কারণে দূরে কোথাও ঘুরতে যেতে পারি না। তাই পরিবার নিয়ে শরতের কাশফুল দেখতে সারিঘাট চলে এলাম। এখানে এসে অনেক ভালো লাগছে। সাদা মেঘের ভেলায় কাশফুল যখন বাতাসে দোল খায় সৌন্দর্য তখন আরও বেড়ে যায়। যেদিকে চোখ যায় শুধুই সাদা। বাচ্চারাও খুব মজা করেছে এখানে এসে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর