সোমবার, ২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

আমন খেতে গোড়া পচা রোগ

► মরছে ধান গাছ ► ফলন বিপর্যয়ের আশঙ্কা

মেহেরপুর প্রতিনিধি

আমন খেতে গোড়া পচা রোগ

মেহেরপুরে গোড়া পচা রোগে ক্ষতিগ্রস্ত খেত -বাংলাদেশ প্রতিদিন

গোড়া পচা ও মাজরা পোকার আক্রমণে দিশাহারা হয়ে পড়েছেন মেহেরপুরের আমন চাষিরা। বালাইনাশক প্রয়োগ করেও পোকার আক্রমণ থেকে মিলছে না প্রতিকার। কৃষকদের অভিযোগ একাধিকবার কৃষি বিভাগে জানিয়ে তারা পরামর্শ পাননি। বৈরী আবহাওয়ার কারণে পোকার আক্রমণ হয়েছে বলে দাবি কৃষি অফিসের।

মেহেরপুর কৃষি অফিসের তথ্যমতে, এবার জেলায় ২৬ হাজার ৮৪০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। ১৫ থেকে ২০ দিনের মধ্যে ধানের শীষ আসবে। এমন সময় ৬ হাজার হেক্টর জমিতে দেখা দিয়েছে গোড়া পচা রোগ ও মাজরা পোকার আক্রমণ। গোড়া পচা রোগে ধান গাছ মারা যাচ্ছে। মাজরা পোকায় ধানের ডগা কেটে দিচ্ছে। এসব গাছ বেঁচে থাকলেও শীষ বের হবে না, ফলনও আসবে না। কৃষকরা দফায় দফায় বালাইনাশক ব্যবহার করে পোকা দমন করতে পারছেন না। তারা বলছেন, এখনই আমনের মাজরা পোকা ও গোড়া পচা রোগ দমন করা না গেলে ফলন বিপর্যয় হবে। গাংনী উপজেলার দেবীপুরের কৃষক ফারুক বলেন, বিভিন্ন বিষ ব্যবহার করেও ধান খেতের পোকা মারতে পারছি না। কী করতে হবে বুঝতে পারছি না। কৃষি অফিস থেকেও কোনো পরামর্শ পাচ্ছি না। রায়পুর গ্রামের হেলাল বলেন, আমি দুই বিঘা জমিতে আমন ধান লাগিয়েছি। যেভাবে ধান গাছ মরতে শুরু করেছে গত বছরের তুলনায় অর্ধেক ফলন আসবে কি না সন্দেহ। মাজরা পোকা ও গোড়া পচা রোগের এখন পর্যন্ত প্রতিকারের কোনো উপায় জানতে পরিনি। মেহেনপুর কৃষি সম্প্রাসরণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শামসুল আলম বলেন, বৈরী আবহাওয়ার কারণে জমিতে পোকার আক্রমণ বৃদ্ধি পাচ্ছে। খেতে বাঁশ ও গাছের ডাল পুঁতে রাখার পরামর্শ দিচ্ছি। যেন পাখিরা জমির পোকা খাওয়ার জন্য ডালে বসতে পারে।

সর্বশেষ খবর