সোমবার, ২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ডাকাতির অভিযোগে তুলে ফেলল দুজনের চোখ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলার মৃধাকান্দি গ্রামে প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগে দুজনের চোখ তুলে ফেলেছেন স্থানীয়রা। গত শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ আহত দুজনকে উদ্ধার করে প্রথমে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যাদের চোখ তোলা হয়েছে তারা হলেন- দাদন হাওলাদার (৪৫) ও সোহরাব হাওলাদার (৫০)। কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইদুল ইসলাম বলেন, দুজনকে গুরুতর আহত অবস্থায় এখানে আনা হয়েছিল। দুজনের চোখেই গভীর ক্ষত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

কালকিনি থানার ওসি নাজমুল হাসান জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আহত দুজনকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, তারা ডাকাতির উদ্দেশ্যে এসেছিল। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সূত্র জানান, শনিবার দিবাগত রাতে মৃধাকান্দির সেকান্দার হাওলাদারের বাড়িতে প্রবেশ করে ১০-১৫ জন মুখোশ পরা ডাকাত। তারা ঘরের লোকেদের জিম্মি করে জিনিসপত্র লুটে পালাচ্ছিলেন। এলাকাবাসী টের পেয়ে দাদন ও সোহরাব নামে দুজনকে আটক করে। এ সময় গণপিটুনি দিয়ে তাদের চোখ তুলে ফেলা হয়।

সর্বশেষ খবর