সোমবার, ২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ভাঙা সেতুতে জনদুর্ভোগ

দিনাজপুর প্রতিনিধি

ভাঙা সেতুতে জনদুর্ভোগ

ফুলবাড়ীতে ভেঙে পড়া বেইলি সেতু -বাংলাদেশ প্রতিদিন

দিনাজপুরের ফুলবাড়ীতে কয়েক দিনের টানা বর্ষণে পানির তোড়ে দুই ইউনিয়নের সংযোগ সড়কে বেইলি সেতুটি ভেঙে যায়। এতে চলাচলে চরম দুর্ভোগে পড়েন ১০ গ্রামের হাজার হাজার মানুষ। জানা যায়, ২৫ সেপ্টেম্বর সেতুটি ভেঙে পড়ে। ওই দিন থেকেই ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ও খয়েরবাড়ী ইউনিয়নের সংযোগ রাস্তায় চলাচল বন্ধ হয়ে যায়। সেতুটি দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া গ্রামের খালের ওপর নির্মাণ করা হয়েছিল। স্থানীয়রা জানান, কয়েক দিনের টানা বৃষ্টির পানি ওই খাল হয়ে ছোট যমুনা নদীতে প্রবাহিত হওয়ার সময় তীব্র স্রোতে এক পাশের মাটি ধসে সেতুটি ভেঙে পড়ে। এতে দুই ইউনিয়নের সংযোগ রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বারাইপাড়া, মহদিপুর, জয়নগর, গড়পিংলাই, ঘোনাপাড়া, লক্ষ্মমীপুর, খয়েরবাড়ী, বেতদিঘি, দৌলতপুরসহ ১০ গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েন। এসব গ্রামের লোকজনকে জরুরি প্রয়োজনে ইউনিয়ন পরিষদ ও হাট-বাজারে যেতে প্রায় ১৫ কিলোমিটার ঘুরতে হচ্ছে। ভুক্তভোগী রেজাউল, মেহেদি হাসানসহ কয়েকজন জানান, সেতুটি ভেঙে পড়ায় ওই এলাকার মানুষ কষ্টে আছেন। বিশেষ করে কৃষিপণ্য আনা-নেওয়ার বিপাকে পড়তে হয়ে তাদের। যত দ্রুত সম্ভব সেতুটি পুনর্নির্মাণ করা হোক।

স্থানীয় খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান এনামুল হক জানান, বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্ট বিভাগে কথা হয়েছে। বিভিন্ন দফতরের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। ওই স্থানে একটি পাকা সেতু নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন এলেই টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হবে বলে শুনেছি। স্থানীয় এমপিও দ্রুত সেতুটি নির্মাণের চেষ্টা করছেন।

সর্বশেষ খবর