সোমবার, ২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

আগাম শীতকালীন সবজি চাষ বাড়ছে

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে দিন দিন আগাম শীতকালীন সবজি চাষ বাড়ছে।  অসময়ে বৃষ্টি আর বন্যার ক্ষতি পুষিয়ে উঠতে এখন পাতাকপি, ফুলকপি, শিম, লাউসহ বিভিন্ন প্রকার আগাম জাতের শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এখানকার উৎপাদিত সবজির সুনাম রয়েছে দেশজুড়ে। কৃষকদের কষ্টের এসব ফসল স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতি বছর রাজধানীসহ সারা দেশে যায়। লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, জেলায় চলতি মৌসুমে ২ হাজার ৮০০ হেক্টর জমিতে আগাম জাতের বিভিন্ন সবজি চাষ হয়েছে।  লালমনিরহাট জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হামিদুর রহমান বলেন, আধুনিক চাষাবাদ পদ্ধতি ব্যবহারে কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের সব সময় পরামর্শ দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর