মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

নারীকে দক্ষ শিক্ষিত সচেতন হতে হবে

মহিলা পরিষদের কর্মশালায় বক্তারা

দিনাজপুর প্রতিনিধি

‘সংগঠনকে শক্তিশালী করার জন্য প্রয়োজন স্বেচ্ছাসেবা, যৌথ নেতৃত্ব, অসাম্প্রদায়িকতা ও তরুণদের সম্পৃক্ততা’ এই স্লোগানে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর শাখার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষ উপলক্ষে গতকাল দিনাজপুর শহরে নিজস্ব কার্যালয়ে কর্মশালা আয়োজন করা হয়। বক্তারা বলেন, নারীকে মানুষ হিসেবে স্বীকৃতি দিতে হলে তাকে দক্ষ, শিক্ষিত ও সচেতন হতে হবে। দেশব্যাপী নারী নির্যাতন, ধর্ষণ, হত্যা বন্ধে এবং নারীর অধিকার রক্ষায় আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সংগঠনের ‘বাস্তব কাজের ধারা’ বিষয়ে প্রশিক্ষণ দেন সাংগঠনিক সম্পাদক রুবিনা আকতার।

 

সর্বশেষ খবর