মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ভাতের ৩ লাখ টাকা বকেয়া তদন্তে ছাত্রলীগের কমিটি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানের বিরুদ্ধে হোটেলে ভাত খেয়ে ৩ লাখ টাকা বকেয়ার অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ছাত্রলীগ সহসভাপতি ও তদন্ত কমিটির ১ নম্বর সদস্য খাদিমুল বাশার জয় গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযোগ, কক্সবাজার শহরের কলাতলী মোড় সংলগ্ন এলাকায় শাহাব উদ্দিনের রেস্টুরেন্টে নেতা-কর্মীদের নিয়ে সাত মাস ধরে ভাত খেয়ে বিল বকেয়া রাখেন মারুফ আদনান। বকেয়া বিল দাবি করায় ভাতঘরটির মালিক শাহাব উদ্দিনসহ কর্মচারীদের মারধরও করেন তিনি। গত ২৭ সেপ্টেম্বর এ অভিযোগে মারুফ আদনানসহ সাতজনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় অভিযোগ করেন শাহাব উদ্দিন। গণমাধ্যমে খবরটি প্রচার হলে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

খাদিমুল বাশার জয় বলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলাপ করে তদন্ত কার্যক্রমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগটি সাধারণ ডায়েরি আকারে নথিভুক্ত হয়েছে। এ ব্যাপারে পুলিশের তদন্ত চলছে।

সর্বশেষ খবর