মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

গান্ধী আশ্রমের অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার

নোয়াখালী প্রতিনিধি

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, মহাত্মা গান্ধীর আদর্শ, নীতি ও দর্শন বর্তমান বিশ্বের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে সহায়ক ভূমিকা পালন করবে। বৈশ্বিক সন্ত্রাসবাদ বন্ধে তার সম্প্রীতিকে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধু ও মহাত্মা গান্ধী দুজনই অসাম্প্রদায়িক নেতা। তাদের মতাদর্শ বিশ্ব মানবতার কল্যাণে ভূমিকা রাখবে। নোয়াখালীর সোনাইমুড়ীতে গান্ধী আশ্রম ট্রাস্ট ক্যাম্পাসে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক যুব শান্তি ক্যাম্পের শেষ দিন ও মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে গতকাল হাইকমিশনার এ কথা বলেন। গান্ধী আশ্রম ট্রাস্ট চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াখালী-১ আসনের এমপি এইচ এম ইব্রাহিম।

 

সর্বশেষ খবর