বুধবার, ৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বেড়িবাঁধে ভাঙন আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বেড়িবাঁধে ভাঙন আতঙ্ক

খুলনার পাইকগাছায় দেলুটি বেড়িবাঁধ -বাংলাদেশ প্রতিদিন

খুলনার দাকোপে বটবুনিয়া বাজার সংলগ্ন কয়েকটি স্থানে নদীভাঙন দেখা দিয়েছে। এতে ওই এলাকায় ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। জানা যায়, কয়েক দিনের ভারী বৃষ্টির ফলে দাকোপে ভদ্রা নদীর তীরে তিলডাংগা বটবুনিয়া বাজার সংলগ্ন ওয়াবদা রাস্তায় ভাঙন দেখা দেয়। অতিবৃষ্টিতে দাকোপের চুনকুড়ি, পশুর, ঢাকী নদীর পানি বৃদ্ধি পেয়ে চর এলাকায় বাসিন্দাদের ঘরবাড়ি তলিয়ে যায়। ৩১ নম্বর পোল্ডারে বাঁধ ভাঙার আতঙ্কে রয়েছে এলাকাবাসী। পাইকগাছার শিবসা ও কপোতাক্ষ নদের পানি বৃদ্ধি পেয়ে গদাইপুর ইউনিয়নের জেলে পল্লী, হরিঢালী ইউনিয়নের হরিদাসকাঠী, সোনাতনকাঠী, রাড়ুলি ইউনিয়নে রাড়ুলি জেলে পল্লী তলিয়ে যায়। পানির চাপে বটিয়াঘাটার বুজবুনিয়ায় বাঁধ ভেঙে যায়।

দাকোপের তিলডাংগা ইউনিয়নের চেয়ারম্যান গাজী জালাল উদ্দীন জানান, বটবুনিয়া বাজার সংলগ্ন রাস্তা ভাঙনের মুখে পড়েছে। যেকোনো সময় রাস্তা ভেঙে হাজার হাজার বিঘা জমির আমন বীজতলা, পুকুরের মাছ ভেসে যেতে পারে। পাউবো নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম জানিয়েছেন, জোয়ারের সময় কিছু স্থানে বাঁধ উপচে পানি ঢুকেছে। পাউবো কর্মকর্তারা সার্বক্ষণিক পরিস্থিতির ওপর নজর রেখেছে। জরুরি অবস্থায় বাঁধ মেরামতে প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর