বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

গ্যাস সংযোগে জালিয়াতি

তিনজন বদলি তদন্ত কমিটি

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

কুমিল্লার লাকসামে বাখরাবাদ গ্যাসে জালিয়াতির মাধ্যমে নতুন গ্রাহকদের সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে। বাখরাবাদ গ্যাসের মহাব্যবস্থাপক (বিপণন) মো. সোলায়মান জানান, লাকসাম এলাকায় নতুন গ্রাহক সংযোগের অভিযোগ পেয়েছি। এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর এক আদেশে ব্যবস্থাপক মো. ওয়ালিউল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়ায়, উপব্যবস্থাপক অতুল কুমার নাগকে আশুগঞ্জে ও সহকারী ব্যবস্থাপক কাজী মো. আনোয়ার হোসেনকে চাঁদপুরে বদলি করা হয়। বাখরাবাদ গ্যাস সিস্টেম-এর একাধিক সূত্র জানায়, ২০১৬ সালের পর থেকে সরকার নতুন গ্যাস সংযোগ বন্ধ রেখেছে। সম্প্রতি বাখরাবাদ গ্যাস তাদের গ্রাহক সংখ্যা নিয়ে কাজ করতে গিয়ে দেখে, লাকসাম উপ-আঞ্চলিক বিক্রয় কেন্দ্রে ১৮০ গ্রাহক অস্বাভাবিকভাবে সফটওয়্যারে এন্ট্রি হয়েছে। এ নিয়ে ২৪ সেপ্টেম্বর উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, ২০২১ সালের ১ জানুয়ারির পর ১৮০ জন গ্রাহকের নাম সফটওয়্যারে এন্ট্রি করা হয়। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে কমিটির প্রধান করা হয়েছে উপ-মহাব্যবস্থাপক (মেইনটেন্যান্স) মো. মাহমুদুজ্জামানকে। চিঠিতে আরও বলা হয়, গ্যাস সংযোগ বন্ধ অবস্থায় কীভাবে নতুন গ্রাহক এন্ট্রি হলো তা কমিটি খতিয়ে দেখবে। উপব্যবস্থাপক অতুল কুমার নাগ ও সহকারী ব্যবস্থাপক কাজী মো. আনোয়ার হোসেনের ইউজার আইডি দিয়ে গ্রাহকগুলো এন্ট্রি করা হয়েছে। ব্যবস্থাপক মো. ওয়ালিউল ইসলামের ইউজার আইডি দিয়ে সেগুলো অনুমোদন করা হয়। উপব্যবস্থাপক অতুল কুমার নাগ ও ব্যবস্থাপক মো. ওয়ালিউল ইসলাম বলেন, এ বিষয়ে তারা কিছু জানেন না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর